রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফ প্রধান

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০

অনলাইন ডেস্ক

দুদিনের সফরে প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর। হেনরিয়েটা এখন কক্সবাজারে আছেন। সেখানে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার কথা রয়েছে তার।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইউনিসেফের প্রধানের সঙ্গে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের মানবতা বিষয়ক বিশেষ দূত আহমেদ আল মেরাইক 

সোমবার বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন, ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারও ঘুরে দেখেছেন তিনি। কথা বলেছেন ফেসবুক লাইভে।

এর আগে তিনি গত জানুয়ারিতে মিয়ানমার সফর করেন। গত ৩০ বছরে এটাই ছিল কোনো ইউনিসেফ প্রধানের প্রথম মিয়ানমার সফর। আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকা হয়ে ফিরবেন তিনি।  

সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ইউনিসেফ প্রধান হেনরিয়েটার।মিয়ানমারের সেনা নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে।