ঢামেকে ৩৫ জনের মরদেহ শনাক্ত

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৪

সাহস ডেস্ক

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ৩৫ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩১ জন পুরুষ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের মরদেহ শনাক্ত করা হয়।

ঢামেক সূত্রে জানা যায়, নিহতরা হলেন- আলী মিয়া (৭৫), জুম্মন (৬৫), রহিম দুলাল (৪৫) রাজু (৩০),  তার ভাই মাসুদ রানা (৩৫), সিদ্দিকুল্লাহ (৪৫), আব বকর সিদ্দিক (২৭), মোশাররফ হোসেন (৩৮), কামাল হোসেন (৫২), ইয়াসিন খান রনি (৩২), এনামুল হক (২৮), মজিবর হাওলাদার (৪৫), মুফতি ওমর ফারুক (৩৫), মোহাম্মদ আলী (৩২) ও তার ভাই আবু রায়হান (৩১), তার ছেলে আরাফাত (০৩), ইমতিয়াজ ইমরোজ (২৪), হেলাল (৩০), ওয়াফিউল্লাহ (২৫), সোনিয়া (২৮), স্বামী মিঠু (৩৫), তাদের ছেলে শাহিদ (০৩), হিরা, নাসির, মঞ্জু, আনোয়ার, কাওচার, শায়লা খাতুন, আরমান হোসেন রিমন, মামুনুর রশীদ, আবু তাহের, রুবেল হোসেন, সৈয়দ সালাউদ্দিন, মুসা, ইলিয়াস মিয়া, মিজানুর। 

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের কয়েকটি ভবনে আগুন লাগে। এতে ৭০ জন নিহত হন।

স্থানীয়রা জানান, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ওয়াহিদ ম্যানশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি দ্রুত অন্য অন্য ভবনে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত