আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৭৮, ডিএনএ ছাড়া শনাক্ত অসম্ভব

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৪

সাহস ডেস্ক

রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৭৮-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, চুরিহাট্রায় অগ্নিদগ্ধে নিহতদের মধ্যে যাদের মরদেহ পুরোপুরি পুড়ে গেছে তাদেরকে শুধু দেখে শনাক্ত করা সম্ভব নয়। এমন মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, একজন আইসিইউতে চিকিৎসাধীন।

আগুনে মৃতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তাদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: গোসকামতার বাজারের দুই ভাই রাজু ও রানা; নাটেরশর বাজারে বটতলীর শাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির।

মৃতদের তালিকা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত