গ্যাস সরবরাহ স্বাভাবিক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬

সাহস ডেস্ক

স্বাভাবিক হয়ে এসেছে রাজধানী ঢাকায় গ্যাসের সরবরাহ। সকাল ৬টা নাগাদ সংস্কার কাজ শেষে রাজধানীর ডেমরা এবং আমিন বাজার সিটি গেইট স্টেশন (সিজিএস) দিয়ে গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস বিতরণ কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান খান জানান, রাতেই সংস্কার কাজ শেষ হয়েছে। সকালে পূর্ব নির্ধারিত সময়ে গ্যাসের সরবরাহ শুরু করা হয়েছে। গ্যাসের স্বাভাবিক চাপ পাচ্ছে গ্রাহকরা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল।  আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ ছিল। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প চাপ ছিল।

শাহবাগে মেট্রোরেলের কাজ, গ্যাসের ভালব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে এই গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত