হিমঘরে ৩১ নবজাতকের মরদেহ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

সাহস ডেস্ক

প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া ৩১ নবজাতকের মরদেহের ময়নাতদন্ত শুরু করেনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালের হিমঘরে পড়ে আছে নবজাতকদের মরদেহ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে মরদেহগুলোর দ্রুত ময়নাতদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। তবে বেলা ৩টা পর্যন্ত ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট ৩ চিকিৎসক সেখানে যায়নি।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টা পর্যন্ত ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট ৩ চিকিৎসক মর্গে না আসায় কাজ শুরু হয়নি।

কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. সাইদুল জানান, ময়নাতদন্ত শুরু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। ৩১টি মরদেহের ময়নাতদন্ত সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু তারা এখন পর্যন্ত কাজ শুরুই করেননি। অনুরোধ করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়নাতদন্তের জন্য ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একজন হাসপালে থাকলেও বাকি দু’জন এখনও আসেননি। তিনি আসলে কাজ শুরু করা হবে। তাই ময়নাতদন্তের জন্য মর্গে অপেক্ষা করতে হচ্ছে বলে জানান এসআই মো. সাইদুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত