আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারকে বাংলাদেশের সই

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

১৭ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে আবু ধাবীর সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

এরআগে ওই হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আমিরাতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়কমন্ত্রী সুলতান আল মনসুরী। এসময় তারা বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর ও শিল্পখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরো এগিয়ে নিতে এসময় একটি যৌথ বাণিজ্য কমিশন গঠনেরও প্রস্তাব আসে বৈঠকে।