কদমতলী বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬

অনলাইন ডেস্ক

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

১৭ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী আলতাফ হোসেন জানান, ‘দুপুরে বাসার সামনে জিআই তারের মধ্যে কাপড় শুকাতে দিচ্ছিলেন রুবিনা। এসময় জিআই তারটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটায় মৃত ঘোষণা করেন।’

আলতাফ হোসেনের বাড়ি বরিশাল সদর উপজেলায়। তাদের ৩ সন্তান রয়েছে। থাকতেন জুরাইন মেডিকেল রোডের ৩৩৩/এ নম্বর টিনসেড বাসায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’