নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৬

সাহস ডেস্ক

যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে উল্লেখ্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে। এর জন্য যা যা প্রয়োজন সরকার তা করবে। খাদ্য নিয়ে কোনও কারসাজি চলবে না। কাউকে খাদ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনও সুযোগ দেওয়া হবে না।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখন খাদ্যের কোনও ঘাটতি নেই। ইতিমধ্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। চালের বাজার স্থিতিশীল রয়েছে।

দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে এবং নওগাঁ জেলাকে ডিজিটাল ও আধুনিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য জেলার সব কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এসময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. মমিনুল হক, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকারসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত