সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে গড়তে হবে : কৃষিমন্ত্রী

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে গড়তে হবে। দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মিলনায়তনে শাইয়ান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাইয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আছাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, শাইয়ান ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হাসনীন জাহান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ধনবাড়ী কিন্ডার গার্ডেন এসোশিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার সামছুদ্দিন লাকি ও নিলুফার ইয়াসমিন নীলা।

এসময় ৩ ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থী, সেরা শিক্ষক এবং সেরা প্রতিষ্ঠানকে এ বৃত্তি ও সম্মাননা দেয়া হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত