নীলফামারীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুলাব গ্রেপ্তার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫০

নীলফামারী প্রতিনিধি

কৃষক আব্দুল জব্বার (৪০) হত্যা মামলার রায় ঘোষণার প্রায় পাঁচ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুলাব মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তুলাব নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদ পেয়ে গাজীপুর পুলিশের সহায়তায় শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) কালিয়াকৈরের আন্দারমানিক পূর্বপাড়ায় অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত আসামি তুলাবকে গ্রেপ্তার করা হয়। সেখানে আজম নাম ধারণ করে তুলাব নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করত। আজ তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, কৃষক আব্দুল জব্বার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো ৬ ও যাবজ্জীবন প্রাপ্ত ১ জনসহ ৭ আসামি এখনও পলাতক রয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত