বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৮৩

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৬

চাঁপাইনাবাবগঞ্জের ৫টি উপজেলায় পুলিশ, বিজিবি ও র‌্যাবের অভিযানে ৮৩ জন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে ২২২ বোতল ফোন্সডিল, ২৩৬ গ্রাম হেরোইন, ২০ বোতল ভারতীয় মদ, ৪৫ লিটার চোলাই মদ.৮৬ পিস ইয়াবা, ৪৭০ গ্রাম গাঁজা।

এর মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলায় বিজিবি ও র‌্যাবের ৩টি পৃথক অভিযানে ২০৫ বোতল ফেন্সিডিল, ২০১ গ্রাম হেরোইন ও ২০ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সদর উপজেলার বাররশিয়া কামালমন্ডলেরটোলা গ্রামের ইসলাইল হকের ছেলে মো. রাসেল (৩০)।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ও গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অভিযানগুলি চালানো হয়। এছাড়া শনিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলার ৫ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৮২ জন গ্রেপ্তার হয়েছে।

জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকব্যবসায়ী, সেবনকারী, মাদকসহ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আসামিরা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহউদ্দিন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপির টহল দল শিবগঞ্জের ছিয়াত্তরবিঘি এলাকায় ফাঁদ পেতে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ভারতের দিক থেকে আসা চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তায় ভরা ফেন্সিডিল ফেলে আবারও দৌড়ে ভারতের দিকে পালিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, শনিবার ভোর ৫টার দিকে শিংনগর বিওপি টহল দল মিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মাঠ এলাকায় অভিযান চারিয়ে ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানে সীমান্তের ২শ’ গজ বাংলাদেশের ভেতরে ওই মাঠে ব্যাগ হাতে অজ্ঞাত এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে ভারতের দিকে পারিয়ে গেলে তাকে আটক করা যায়নি বলে বিজিবি জানায়।

শনিবার র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বাররশিয়া জয়নাল বিশ্বাসের টোলা গ্রামের কাঁচা রাস্তার উপরে বাইসাইকেল আরোহী রাসেলকে হেরোইন ও ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ