ভ্যাট ফাঁকি দেওয়ায় ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪০

সাহস ডেস্ক

ভ্যাট ফাঁকি দেওয়ায় পাঁচটি ওষুধ কোম্পানিসহ ১১টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে। ওষুধ কোম্পানিগুলো হল কসমিক ফার্মা, নাফিউ ফার্মা, দেশ ফার্মা, জেনিয়াল ইউনানি ল্যাব, নোভো হেলথ কেয়ার এন্ড ফার্মা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) জরিমানার টাকার পাশাপাশি এসব প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ভ্যাটও আদায় করেছে ভ্যাট কর্তৃপক্ষ।

ভ্যাট কর্তৃপক্ষ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১১টি প্রতিষ্ঠান ৩৪ লাখ টাকা মূল্যের মালামালের বিপরীতে ভ্যাট ফাঁকি দিয়েছিল। তাদের কাছ থেকে জরিমানা ও ভ্যাট বাবদ মোট ৮ লাখ ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে ভ্যাট রয়েছে ৩ লাখ ৭৬ হাজার টাকা।

ঢাকা পশ্চিম জোনের কাস্টমস ও ভ্যাট কমিশনার মইনুল খান জানান, গত ৩১ জানুয়ারি রাতে তার সংস্থার ঢাকা পশ্চিমের একটি দল মিরপুর ১১ নম্বর সেকশনে একটি ট্রাক আটক করে। ট্রাকে ৫টি প্রতিষ্ঠানের ওষুধ ও অন্যান্য পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। এসব পণ্যের সপক্ষে কোনো বৈধ ভ্যাট চালান ইস্যু করা হয়নি। পরদিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়।

জরিমানা ও প্রযোজ্য ভ্যাট পরিশোধের পর পণ্যসহ ট্রাক ছেড়ে দেওয়া হয় বলেও জানান মইনুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত