মানুষ নিরুপায় হয়েই থানায় যায়: আইজিপি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২২

সাহস ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারেন, কিন্তু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কী করতে হবে বুঝিয়ে বলুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। থানায় এসে হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, এই প্রয়াস যেন অব্যাহত থাকে।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘থানায় এসে মানুষ যদি ভালো ব্যবহার পায়, পুলিশের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে। এতে পুলিশের ওপর মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গা আরও বাড়বে।’

তিনি বলেন, ‘ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) হচ্ছে পুলিশের আয়না। একটি আয়নায় যেমন মানুষের প্রতিচ্ছবি দেখা যায়, তেমন পুলিশ কী, সেটা ডিএমপিকে দেখলেই বোঝা যায়। ডিএমপির অসংখ্য সফলতা আমি দেখেছি। অনেক সাহসী অভিযান চালিয়েছে, ভালো অনেক পদক্ষপও নিয়েছে। ডিএমপির অনেক ভালো ভালো কাজের জন্য পুলিশকে আজ মানুষ আপন করে নিয়েছে। বিপিএল, বাণিজ্যমেলা, বইমেলাসহ অসংখ্য ইভেন্টের নিরাপত্তা দিয়ে চলেছে।’

আইজিপি বলেন, ‘পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিষয়ে জনগণ যদি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে, তবে সেবার মান আরও উন্নত হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত