এমপি লিটন হত্যার আসামি শামসুজ্জোহার জামিন বাতিল

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩

সাহস ডেস্ক

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের দ্বৈত বেঞ্চ শুনানির সময় এটি (জামিন আবেদন) তালিকা থেকে বাদ দেন।

আদালতে শামসুজ্জোহার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট শহীদুল। 

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ বশিরুল্লাহ।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ আসনের এমপি লিটন। ওই রাতেই গুলিবিদ্ধ লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি এ হত্যা মামলায় জড়িত থাকার কথা গাইবান্ধার আদালতে স্বীকার করেন গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ড. আব্দুল কাদের খান।

এর আগে ২১ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী জেলা বগুড়ার রহমাননগরের নিজ বাসা থেকে কাদের খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার সদস্যরা।তার দেয়া তথ্যানুসারে ঘটনার জড়িত থাকার ব্যাপারে তার ব্যক্তিগত সহকারী এ জে এম শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত