জ্যেষ্ঠ সচিব হলেন আসিফ-উজ-জামান

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮

সাহস ডেস্ক

পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আসিফ-উজ-জামানকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার। পদোন্নতির পর আগের দপ্তরেই তাকে পদায়ন করা হয়েছে। ২০১২ সালের ৯ জানুয়ারি সরকার প্রথমবারের মত জ্যেষ্ঠ সচিব পদ চালু করে। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আসিফ-উজ-জামান ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় ২০১৬ সালের ৩০ আগস্ট আসিফ-উজ-জামান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ২০১৭ সালের ২৩ এপ্রিল সচিব পদে পদোন্নতি পান তিনি।

আসিফকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরেই তাদের অবস্থান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত