কলাপাড়ায় ২শ’ ফুট উঁচু টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

সাহস ডেস্ক

কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন লাইনের জন্য নির্মাণাধীন ২শ’ ফুট উঁচু টাওয়ার থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোস্তফা আহমেদের ছেলে। তিনি জিএম কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক বখতিয়ার ইসলাম জানান, ‘দুই লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের উপরে কাজ করছিলেন মোয়াজ্জেম। হঠাৎ সেফটি বেল্টের লক ছিড়ে প্রায় দুইশ’ ফুট উপর থেকে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান বলেন, ‘এ ঘটনায় তদন্ত ও বিচার করা হবে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতেও জোড় দেয়া হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত