ডিমলায় মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৪

জাহাঙ্গীর রেজা

৭১ এ পাকিস্থানীদের বিরুদ্ধে অস্ত্র হতে তুলে নেওয়া যুবক মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

১১ ফ্রেব্রুয়ারি সোমবার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১০ ফ্রেব্রুয়ারি রবিবার দুপুরে নিজ গৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

সোমবার বেলা ১০.৩০ মিনিটে তাঁর নিজগৃহে জেলা প্রশাসনের পুলিশ বাহিনীর একটি চৌকস দল জাতীয় পতাকা মোড়ানো মুক্তিযোদ্ধার প্রতি অস্ত্র নামিয়ে রাষ্ট্রীয় সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও অফিসার্স ইনচার্জ মফিজ উদ্দিন শেখ।

এরপর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নের্তৃবৃন্দ তাঁর জানাজায় দাঁড়িয়ে বীরমুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের সংগ্রামী জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত