নীলফামারীর তিন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৯

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ভেজাল পন্য ও হোটেলে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে জেলা শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের মাধার মোড়, বড় বাজার এলাকায় ওই তিনটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথি।

এরমধ্যে সুরুচি হোটেলের মালিক মিলন ইসলামের কাছে তিন হাজার টাকা, সুকন্যা সুইটসের মালিক অমৃত কুমারের পাঁচ হাজার টাকা ও বনফুল সুইটস এন্ড কনফেকশনারির মালিক সুশেন চন্দ্র রায়ের নিকট দুই হাজার ৫ শত টাকাসহ মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথি বলেন, ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩, ৫১ ও ৫২ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও বোতলজাত পানীয় ধ্বংস করা হয়। এ ছাড়াও ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমানসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত