সংসদই গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ : নাসিম

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৭

সোহাগ লুৎফুল কবির

বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- সংসদই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা কালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এক বছরে যে দল তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে, তারা আর যাই হোক আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে পারবে না।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।

বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন এবং উপজেলা পরিষদের দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত