‘ছয় মাসের মধ্যে মাদক মামলা আইনের সংশোধনী আনা হবে’

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২

সাহস ডেস্ক

‘ছয় মাসের মধ্যে মাদকের মামলার বিচার শেষ করতে মাদক আইনের সংশোধনী আনা হচ্ছে। সংসদের চলতি অধিবেশনেই আইনের সংশোধনী আনা হবে’- বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

১০ ফেব্রুয়ারি (রবিবার) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী। 

নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মাদক মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ করার জন্য একটি রায় দিয়েছেন। এ রায় বাস্তবায়নের জন্য আইনের কিছু সংশোধনীর প্রয়োজন। এজন্য সংসদের চলতি অধিবেশনেই মাদক আইনের সংশোধনী আনা হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মামলায় অনেক সময় সাক্ষীরা আদালতে যেতে পারেন না। সে কারণে সাক্ষীদের অনুপস্থিতিতে কি করা যায়, সাক্ষীরা যাতে হুমকিতে না পরেন, সেজন্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, কিছু ফলপ্রসূও হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত