রাজশাহী বিভাগে বাস্তবায়িত হচ্ছে ৪০টি মেগা প্রকল্প

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

সাহস ডেস্ক

রাজশাহী বিভাগের ৮ জেলায় ১ লাখ ২৫ হাজার ২৫০ কোটিরও বেশি টাকা ব্যয়ে ৪০টি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৯৯০ একর জমির উপর ১ লাখ ১৩ হাজার ৯২ কোটিরও বেশি টাকায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন (উন্নয়ন ও আইসিটি) বলেন, রূপপুর প্রকল্প রাশিয়ার রাষ্ট্রীয় এ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটম বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক ও বাংলাদেশ এই দুই আনবিক সংস্থা এ প্রকল্পের বাস্তবায়নে তদারকি করছে।

রাজশাহী মহানগরীতে ৩১.৬৩ একর জমিতে ২৮১.৯১ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সিলিকন সিটির (হাই-টেক পার্ক) নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। চলতি বছর জুনের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হলে এ পার্কে ১৪ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে।

রাজশাহী মহানগরীতে ২২২ কোটি টাকায় ২.৩০ একর জমিতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। ২০২০ সালের জুনে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

রাজশাহী মহানগরীতে ২.৪৪ একর জমিতে ৩২ কোটি টাকায় নির্মিত হচ্ছে ২শ’ শয্যার রাজশাহী শিশু হাসপাতাল।

৮৫.৮০ একর জমিতে দেড় হাজার কোটি টাকায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের কাজ ২০২২ সালের জুনে শেষ হবে।
রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের ৪০ শতাংশ কাজ গত ডিসেম্বরে শেষ হয়েছে। প্রায় ৯১৫ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ প্রায় ২১৩৬.৩৭ কোটি টাকায় ৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের ১৬ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে ২২৬০.১৪ কোটি টাকায় ৮টি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগ ২৯৪৬.৬২ কোটি টাকায় ৮টি প্রকল্প বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ৩৫.৯৬ কোটি টাকায় ৬টি প্রকল্প বাস্তবায়ন করছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ১৮২৯.৭৬ কোটি টাকায় ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে ব্যাপক উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন জাকির হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত