লালমনিরহাটে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৪

লালমনিরহাট প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় লালমনিরহাট- বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রবিবার সকাল সাড়ে ১১টায় আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম। চেয়ারম্যান পদে দলীয় মনোনয় চান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের ছেলে ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাইপো ফারুক ইমরুল কায়েস। যিনি গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপি’র প্রার্থীর কাছে সামান্য ভোটে হেরেছেন।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমকে মনোনয়ন দেয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফেরা চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারিরা মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে মহিপুর শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিল। মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে পৌঁছলে বিক্ষুপ্ত আওয়ামী লীগ নেতা-কর্মীরা রফিকুল অনুসারীদের পথ রোধ করে। এসময় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি ছুড়ে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, আতঙ্কের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত