ফরিদপুরে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৬

সাহস ডেস্ক

ফরিদপুরের সালথায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সাথে একই এলাকার সাবেক সদস্য লুত্ফর মোল্যার বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার সকাল সাতটার দিকে মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলো। এ সময় লুত্ফর মোল্যার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে ১১ রাউন্ড শর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃত্যুর নিশ্চিত করেছেন বড় ভাই জামাল শেখ। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থান থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত