চট্টগ্রামে দুটি কলোনিতে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২২

সাহস ডেস্ক

চট্টগ্রাম নগরীতে আগুনে দুটি কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৮১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

৯ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০টার দিকে নগরীর অক্সিজেন রেলগেট এলাকায় এই কলোনি দুটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন।

তিনি জানান, ‘খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

বায়েজিদ থানার এসআই শায়ের আলী জানান, ‘আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল বলে জানান এসআই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত