গফরগাঁওয়ে

পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় বাবাকে হত্যা, ছেলের ফাঁসি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫

সাহস ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে শরীয়তউল্লাহ (৩৮)। এই হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে আসামির উপস্থিতিতে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নূরুল আমিন বিপ্লব এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীয়তউল্লাহ গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের ইব্রাহিম খলিউল্লার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান জানান, ‘পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয়ায় ২০০৫ সালের ১৩ মার্চ মধ্যরাতে শরীয়তউল্লাহ তার বাবা ইব্রাহিম খলিউল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মা নাসিমা খাতুন বাধা দিলে তাকেও আহত করে ছেলে।’

তিনি আরো বলেন, ‘স্বজনরা গুরুতর অবস্থায় ইব্রাহিম খলিউল্লাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৪ মার্চ তিনি মারা যান। পরদিন ১৫ মার্চ ইব্রাহিম খলিউল্লার আরেক ছেলে সাদিকুল্লাহ বাদী হয়ে গফরগাঁও থানায় শরীয়তউল্লাহকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।’

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সরকার আনোয়ারুল কবীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত