ভিডিও কনফারেন্সে সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

সোহাগ লুৎফুল কবির

সরকার ২০২১ সালের মধ্যে সকল নাগরিককে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এরই আলোকে প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সয়দাবাদে বিদ্যুৎকেন্দ্রের উদ্ধোধন করেন। যার প্রকল্প খরচ ৪১২.৫ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪১৩.৭৯২ মেগাওয়াট।

বুধবার (৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শামসসুদ্দিন সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, নর্থ ওয়েস্ট
পাওয়ার জেনারেশন কোম্পানি লি.এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এম খোরশেদুল আলম, প্রকল্প পরিচালক এবং প্লান্ট ম্যানেজার হারুনার রশিদ, ব্যাবস্থাপনা পারিচালক নাজমুল হাসান, ইঞ্জিনিয়ার কৃষ্ণ পদমালো সহ অনেকে।

উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, তাঁতী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের তাঁতের শাড়ির প্রশংসা করে তাঁতীদের স্বল্প সুদে ঋন প্রদানের কথা বলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত