সব প্রার্থীর তথ্য ভোটারদের কাছে বিতরণে রুল

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৬ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮

অনলাইন ডেস্ক

 

জাতীয় সংসদ, সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা, পৌরসভাসহ সকল নির্বাচনের প্রার্থীদের হলফনামার সকল তথ্যাদি লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে বিতরণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বিষয়টি নিশ্চিত করেছেন।