রোহিঙ্গা সমস্যা নিয়ে ড. মোমেনের সঙ্গে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৬

সাহস ডেস্ক

রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারের কথা জানিয়েছে ইন্দোনেশিয়া।

৪ ফেব্রুয়ারি (সোমবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে আঞ্চলিক ও বহুপাক্ষিক কাঠামোর আওতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইন্দোনেশিয়ার মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা এ মাসেই শুরু হচ্ছে জেনে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, শিগগিরই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে।

এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য দেশটির অনুমোদন ত্বরান্বিত করতে মন্ত্রীকে অনুরোধ করেন ড. এ কে আবদুল মোমেন।

এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইটকেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত