পঞ্চগড়ে আখ চাষীদের বিক্ষোভ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় সুগার মিলে চাষীদের পাওনা প্রায় সাড়ে ৬ কোটি বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে আখ চাষীরা।

সোমবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় আখচাষী সমিতির ডাকে পঞ্চগড় সুগার মিল এলাকায় বিক্ষোভ করে তারা। বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য রাখেন পঞ্চগড় কেন্দ্রীয় আখ চাষী সমিতির সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি জসিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলে আলম।

এ সময় বক্তারা জানান, পঞ্চগড়ের অসংখ্য কৃষক এখনো আখ চাষের উপর নির্ভরশীল। আখ চাষীরা আখ সরবরাহ করছে বলেই পঞ্চগড় সুগার মিল এখনো চলছে। চলতি মৌসুমে আখচাষীরা মিল গেট থেকে ১৪০ টাকা ও বাইরে থেকে ১৩৭ টাকা মণ দরে আখ সরবরাহ করে। কিন্তু জেলার প্রায় ৪ হাজার আখচাষীর সাড়ে ৬ কোটি টাকা এখনো বকেয়া রেখেছে মিল কর্তৃপক্ষ। বকেয়া টাকা না পাওয়ায় আখ চাষীরা দুর্ভোগে পড়েছেন। তাই কর্তৃপক্ষের কাছে অবিলম্বে আখ চাষীদের বকেয়া টাকা পরিশোধের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পরে আন্দোলনকারীরা পঞ্চগড় জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত