চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র গুলিতে আহত চোরাকারবারী ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে সাতরশিয়া মাঠ এলাকায় বিজিবি’র গুলিতে মো. ইব্রাহিম (৩৮) নামে এক মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তাকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪০৫ পিস ইয়াবা।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইব্রাহীম জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর চর পাঁকা
শ্যামপুর গ্রামের এনামুল হক সরকারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিযন অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ইব্রাহীমকে গত শনিবার (২ ফেব্রুয়ারি) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে রবিবার ভোরে তাকে সাথে নিয়ে মাদক আটকে সাতরশিয়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি স্পেশাল টাস্কফোর্স। ঘটনাস্থলে ৭/৮ জন মাদক চোরাকারবারীকে দেখে বিজিবি
প্রথমে ১ রাউন্ড ফাঁকা গুলি করে। চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি দলের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। এসময় বিজিবি’র সাথে থাকা ইব্রাহীম ছুটে গিয়ে হামলাকারীদের সাথে যোগ দেয়। এ অবস্থায়
বিজিবি আবারও ৩ রাউন্ড গুলি করলে ইব্রাহীম পায়ে গুলিবিদ্ধ হয়ে আবারও বিজিবির হাতে ধরা পড়ে।

লে. কর্নেল সাজ্জাদ জানান, এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত