পেটের মধ্যে করে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৮

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩০

সাহস ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের ২টি টিম বিশেষ অভিযান পরিচালনা ৩০ হাজার পিচ ইয়াবাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-  মোঃ লোকমান হোসেন, মোঃ রঞ্জু,  মোঃ জসিম,  মোঃ শাহাজাহান, শাহিদা বেগম,  ইউনুছ মিয়া,  মোছাঃ শাহনাজ বেগম ও  মারিয়া আক্তার রিনা। গত ০২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ রাজধানীর শাহ আলী ও মিরপুর থানা এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কিশোর অপরাধী জসিম ও শাহজাহান টেকনাফ থেকে ইয়াবা পেটের ভিতরে করে নিয়ে আসে। ৫০ থেকে ৬০ পিস  ইয়াবা ট্যাবলেট একসাথে করে ক্যাপসুল বানানো হয়। অতঃপর ৫০-৬০ টি ক্যাপসুল খেয়ে পেটে করে পাচার করে ঢাকায় নিয়ে আসে। একজনের পেটে প্রায় ২-৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বহন করে থাকে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়াও তারা কুরিয়ার সার্ভিসের পার্সেলের কার্টুনের লেয়ারের মধ্যে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে পাঠায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে অভিনব কায়দায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ঢাকায় এনে বিক্রি করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত