টাঙ্গাইলে শিবির নেতা ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

টাঙ্গাইল প্রতিনিধি

জঙ্গি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলে প্রায় এক হাজার ছয়শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সন্ত্রাস ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহর শিবিরের সেক্রেটারিকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাদল রহমান, টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা ইসলামবাগ এলাকার মো. হযরত আলীর ছেলে জুলকার নাঈম বাবু ও কালিহাতী উপজেলার পাঁচ চারান গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা দোলন ওরফে দোলন মীর।

অপরদিকে জঙ্গিবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক সন্ত্রাস ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টাঙ্গাইল শহর জামায়াত-শিবিরের সেক্রেটারি মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের সিফুলিআটা গ্রামের মৃত এলাহি ব্যাপারীর ছেলে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত