শিবগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১২:৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়ামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রতিযোগিতার আয়োজন করে শিবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশন। জেলার বিভিন্ন এলাকা থেকে ২৭টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। আকর্ষনীয় ঘোড়দৌড় উপভোগ করতে স্টেডিয়ামে শত শত
নারী-পুরুষ ভীড় জমায়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোমস্তাপুর উপজেলার সাত বছরের মেয়ে সোনিয়া, দ্বিতীয় হন জলিল আলী ও তৃতীয় স্থান অধিকার করেন বাবু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আমচাষী, ব্যবসায়ী ও বাগানীদের জন্য অবদান রাখায় বিশেষ ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী
কমিশনার (ভূমি) বরমান হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশন সদস্য সচিব আহসান হাবিব প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত