সুরমা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

অনলাইন ডেস্ক

সিলেট নগরের ক্বীনব্রিজ সংলগ্ন সুরমা নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

২৯ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে নগরীর মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, নগরের সার্কিট হাউসের সামনে নদীতে ভাসমান অবস্থায় ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, ‘নবজাতকের বয়স একদিনের হবে। পুলিশ নবজাতকের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের পর মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।’