‘জাতির জন্য তাদের চিন্তা-চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে’

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৯, ০২:৫৮

সাহস ডেস্ক

‘১৯৭৫ সালে জেলখানায় নির্মমভাবে বঙ্গতাজ তাজউদ্দীনসহ জাতীয় ৪ নেতাকে গুলি করে হত্যা করা হয়। এর আগে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। জাতির জন্য তাদের চিন্তা-চেতনা ও প্রকৃত ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে হবে’- বললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

২৮ জানুয়ারি (সোমবার) সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তরগাঁও পালকি কমিউনিটি সেন্টারে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরাতাজ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বছরব্যাপী স্কুলভিত্তিক বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ফাউন্ডেশনের সহসভাপতি সোহেল তাজ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশ স্বাধীন হয়েছিল একটি স্বপ্ন নিয়ে, তা হলো গরিব-দুঃখী সব মানুষের অধিকার থাকবে সমান। এতে করে সবার জন্য শিক্ষা, বাসস্থান ও খাবারব্যবস্থা নিশ্চিত করা এবং সবার সুন্দরভাবে বেঁচে থাকার পূর্ণ অধিকার। একটা দেশের পরিচয় হলো সে দেশের ইতিহাস। বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজ সারা জীবন মানুষ ও দেশের জন্য কাজ করে গেছেন।’

তিনি আরো বলেন, ‘ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জ্ঞান অর্জন ও বই পড়ার বিকল্প নেই। জাতি গঠনে সুশিক্ষিত সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনের সভাপতি সিমিন হোসেন রিমি বলেন, ‘পরিবারের উদ্যোগে এ ফাউন্ডেশন গড়ার উদ্দেশ্য তাজউদ্দীন ও জোহরা তাজের ভালো কাজগুলো ধরে রাখা ও দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া।’

তিনি বলেন, ‘ছেলেদের চেয়ে মেয়েরা বইপড়ায় বেশি মনোযোগী। পড়াশোনায় ছেলেদের আরও বেশি মনোযোগী হতে হবে।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীকে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার হাতিয়ার হচ্ছে বই। জ্ঞান অর্জন করতে পারলে সমাজ রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হওয়া সম্ভব। বই মানুষের জীবনকে সুন্দর ও আলোকিত করে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক, ফাউন্ডেশনের সদস্যসচিব গোলাম কিবরিয়া শুভ, সদস্য আলমগীর কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান।

উল্লেখ্য ২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১টি ইউনিয়নের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০১৮ সালে বইপড়া কর্মসূচিতে ১৪ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বছর শেষে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩১ জন ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় তাজউদ্দীন আহমদের ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ও রাষ্ট্রদূত জমিরউদ্দিন আহমেদের স্মৃতির স্মরণে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত