‘ভারতরত্ন’ পাওয়ায় প্রণব মুখার্জিকে অভিনন্দন শেখ হাসিনার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:৫৫

অনলাইন ডেস্ক

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ জানুয়ারি) টেলিফোনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে শুক্রবার সন্ধ্যায় পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

প্রণব মুখার্জি হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ২০১২ সালের ২৫ জুলাই। ২০১৭ সালের ২৫ জুলাই অবসরে যান। এর আগে ২০০৮ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন। প্রণব মুখার্জি ছাড়াও মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজসেবী নানাজি দেশমুখ।