দুর্নীতিবাজদের কোনও ছাড় দেব না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ১৮:২৬

সাহস ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের দুর্নীতি দমন কমিশন অনেক শক্তিশালী। বিভিন্ন  জায়গায় তারা দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে অনেককে বিচারের আওতায় নিয়ে এসেছে। সরকারের ভেতরে যারা দুর্নীতি করবে আমাদের নজরে আসলে তাদের কোনও ছাড় দেব না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

শুক্রবার (২৫ জানুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুরে জনসভায় যোগদানের আগে শহরের মল্লিকপুর এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয়ে কোনও দুর্নীতি হতে দেব না।  আমি দুর্নীতি করবো না, যারা আমার সঙ্গে কাজ করছে তারাও করবে না।’

মন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতির পক্ষে নই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি কোনোমতেই সহ্য করবেন না। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শূন্য সহিষ্ণুতার নীতি বজায় রয়েছে। তিনি প্রথম সভায় মন্ত্রীদের বলেছেন আমরা সবাই জনগণের নজরদারিতে আছি।  মন্ত্রীরা  প্রধানমন্ত্রীর নজরদারিতে আছেন।  তবে প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক ব্যক্তি নিজে যদি দুর্নীতিমুক্ত থাকেন তাহলে একটি দুর্নীতিমুক্ত জাতি গড়ে তোলা যাবে।  সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বা শতভাগ দুর্নীতিমুক্ত জাতি আমার জানা মতে পৃথিবীর কোথাও নেই।  সব দেশেই দুর্নীতি রয়েছে কম আর বেশি। আমরা বেশির কোঠায় এখনও আছি।  আগের সময়ের তুলনায় দুর্নীতি দমনে আমাদের অনেক উন্নতি হয়েছে।  মেগা প্রকল্পে মেগা ব্যয় হয়।  মেগা ব্যয় হলে মেগা লোভ, মেগা দুর্নীতি, মেগা অপচয় হয়। এগুলো কমানোর জন্য আমাদের বিধি-বিধান নিয়ম-কানুন রয়েছে। সেগুলো মেনে চললে এগুলো কমে আসবে। আমরা প্রতিনিয়ত এসব ব্যবস্থা উন্নত ও শক্তিশালী করছি। এভাবে আমরা প্রকল্পের দুর্নীতি কমানোর জন্য চেষ্টা করছি। এতো কিছুর পরও যারা দুর্নীতি করার চেষ্টা করবে তাদের আইনের আওতয়া নিয়ে এসে চরম শাস্তি দেব।’

এ ছাড়াও সুনামগঞ্জের হাওর প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাওরের পাকা ধান পরিবহনের জন্য কোনো প্রকল্প যদি কৃষি মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে নিয়ে আসে, তা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি মনে করি হাওরের মানুষের চলাচলের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এ কাজটি ৭০ ভাগ বাস্তবায়ন হয়েছে। হাওরে সাবমার্জিবল সড়কের কাজ শুরু হয়ে গেছে। আগামীতে এ কাজ আরও সম্প্রসারণ করা হবে।’ 

এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত