চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর দাবিতে মানববন্ধন কাল

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৬

সাহস ডেস্ক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। শনিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করবে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক হারুন-অর-রশিদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ এ উন্নীত করণের জন্য সংগঠনটি দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।

বিগত সরকারে আমলে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তিন তিন বার সুপারিশ এবং বহু সংসদ সদস্য, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বার বার এই যৌক্তিক দাবী সংসদে উপস্থাপন করলেও তা বাস্তবায়ন হইনি।  সংগঠনটি দ্রুত দাবী বাস্তবায়নের দাবি জানান।

সংগঠনের আরেক যুগ্ন- আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করে সবাইকে শান্তিপূর্ণ মানব বন্ধনে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার অনুরোধ জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত