বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:২৮

সাহস ডেস্ক

বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন।

নিহতদের মধ্যে একজন বালুবাহী জাম্পার ট্রাকের চালক। তার নাম কামরুজ্জামান বলে জানা গেছে। তবে অপর দুইজনের নাম জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও ফকিরহাট থানা পুলিশ জানায়, দুপুর ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি জাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হলে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ও খুলনা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত