সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার মামলায় স্বামীসহ চার আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:১৮

সাহস ডেস্ক

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ সুমি রানী রায় হত্যার মামলায় স্বামীসহ চার আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

২২ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা নাজির এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন।

জানা গেছে, ১৯৯৯ টাঙ্গাইল শহরের গতিনাথ বিশ্বাসের মেয়ের সঙ্গে সিরাজগঞ্জের পৌর এলাকার মুজিব সড়কের শিলা জুয়েলারের মালিক সুবির কুমারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমি রানী রায়কে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

২০০১ সালে ১২ জানুয়ারি যৌতুকের জন্য গৃহবধূ সুমি রানী রায়কে পিটিয়ে হত্যা করা হয়।

এরপর দিন সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত