এরশাদ ভালো আছেন: জিএম কাদের

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

সাহস ডেস্ক

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। তিনি বলেন, ‘আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অগ্রগতি জানান তিনি।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘রাষ্ট্রপতি থাকাকালে হুসেইন মুহম্মদ এরশাদ দেশে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছিলেন। আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তিনি বিচার ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন। উপজেলা পদ্ধতি প্রণয়ন, রাস্তা-ঘাঁট ও ব্রিজ নির্মাণ করে অভূতপূর্ব উন্নয়ন করেছেন।’

এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি জাতীয় সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের কথা বলতে জাতীয় পার্টি কখনও পিছপা হবে না। গঠনমূলক সমালোচনা এবং সংসদীয় রীতিনীতি অনুসরণ করে গণমানুষের পক্ষে অবস্থান নেবে জাতীয় পার্টি। সাধারণ মানুষের পক্ষে থেকে ৮০ ভাগ জনসমর্থন অর্জন করে আগামী জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্য আছে জাতীয় পার্টির।’

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, রেজাউল ইসলাম ভূইয়া, সম্পদকমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— শফিউল্লাহ শফি, সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান, হাসিবুল ইসলাম জয়, গোলাম মোস্তফা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, নিগার সুলতানা রানীসহ প্রমুখ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে কাকরাইল অফিসে এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ, প্রচার ও সম্প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত