বৈঠকে যোগ দিতে মিয়ানমারে গেছেন বিজিবি সদস্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১৫:২৯

সাহস ডেস্ক

বাংলাদেশ ও মিয়ানমার দু’দেশের পারস্পরিক সমন্বিত সহযোগিতার বিষয় নিয়ে বৈঠকে যোগ দিতে মিয়ানমারে গেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি দলের সদস্য। 

২১ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টায় টেকনাফ চৌধুরী পাড়ার নাফনদী সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে স্পিডড বোটযোগে প্রতিনিধি দলটি মিয়ানমারের উদ্দ্যেশে রওনা হয়। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো: আসাদুজ্জামান, রামু ৩০ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো: জাহিদুর রহমান, আলীকদম ৫৭ ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো: তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ ও মেজর জিএম সিরাজুল ইসলাম। 

মিয়ানমারের মংডু শহরে (টাউনশিপ এক্সিট পয়েন্ট) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে টেকনাফে ফিরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে প্রতিনিধি দলের।

মিয়ামমারে যাবার আগে জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান বলেন, ‘এ বৈঠকে দু দেশের সীমান্ত সুরক্ষা, মিয়ানমার সীমান্তের মাইন অপসারণে, শান্তি সম্প্রীতির বন্ধন দৃঢ, মাদক প্রতিরোধে জোরদার ব্যবস্থাগ্রহণ, নদীতে যৌথ পেট্রোলিং বৃদ্ধি ও চোরাচালান প্রতিরোধসহ দু’দেশের পারস্পরিক সমন্বিত সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত