সাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন জমা দিলেন যুবলীগ নেত্রী নূরজাহান

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১১:৪৭

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন সাতক্ষীরা পৌর যুবলীগের সহ সভাপতি চৌধুরী নূরজাহান।

রবিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এর আগে গত বৃহস্পতিবার একই কার্যালয় থেকে সাতক্ষীরার সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে মনোনয়ন পত্র ক্রয় করেন তিনি।

চৌধুরী নূরজাহান সাতক্ষীরার আলোচিত সাবেক পুলিশ সুপার ও বর্তমান ঢাকা র‌্যাব-৪ অধিনায়ক চৌধুর মঞ্জুরুল কবিরের স্ত্রী। সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সদস্য, রংপুর ওমেন্স চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাড়াও একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত চৌধুরী নূরজাহান মঞ্জুর।

চৌধুরী নূরজাহান বলেন, সাতক্ষীরার স্থায়ী বাসিন্দা হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সাতক্ষীরার মানুষের পাশে থাকতে চাই। নারীদের শতভাগ অধিকার আদায় নিয়ে কাজ করতে চাই। সুযোগ পেলে কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবো এ প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত