বাংলাদেশের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত সিঙ্গাপুর

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত সিঙ্গাপুর।

২০ জানুয়ারি (রবিবার) দেশটির ঢাকায় নিযুক্ত কনসাল উইলিয়াম চিক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন উইলিয়াম চিক।

ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান সিঙ্গাপুরের কনসাল। এ সময় উভয়ের মধ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে  সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন সিঙ্গাপুরের কনসাল। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান উইলিয়াম চিক।