রাজধানীতে শীত টের পাওয়া যায় রাতে

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:২৩

সাহস ডেস্ক

সারা দেশে জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবারের শীতে রাজধানীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। রাজধানীতে রাত ছাড়া শীত টের পাওয়া যাচ্ছে না।

তবে এ কম শীত স্বস্তি দিয়েছে ঢাকা শহরের ছিন্নমূল মানুষদের। যাদের শীতবস্ত্র নেই ও রাস্তায় থাকে, তাদের জন্য এবারের শীত অনেকটা আরামদায়কই হয়েছে।

তবে এই কম শীত তাদের জন্য অস্বস্তি সৃষ্টি করেছে, যারা রাজধানীতে শীতের কাপড় ও কম্বল বিক্রি করেন। তাদের অনেকে শীতের কাপড়চোপড় আগাম কিনে ব্যবসায়ের যে প্রস্তুতি নিয়েছিলেন তা এবার আশার আলো ফোটাতে পারেনি।

আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত