আজ দেশে আসছে মুক্তিযোদ্ধা আজিজুল হকের মরদেহ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬

সাহস ডেস্ক

মহান একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক চৌধুরীর মরদেহ আজ বেলজিয়াম থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পরে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর মাধ্যমে বরিশালের আগৈলঝড়ায় চিরসমাহিত করা হবে।

১৬ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় ব্রাসেলস থেকে তার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আজিজুল হক চৌধুরীর মরদেহ।

ঢাকায় যাবতীয় প্রক্রিয়ার পর রাষ্ট্রীয় সম্মান জানানোর মাধ্যমে আগৈলঝড়ার গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে তাকে চিরশায়িত করা হবে।

মুক্তিযুদ্ধের এই বীরসেনানী গত ১৩ জানুয়ারি (রবিবার) দুপুর ২টায় বেলজিয়ামের ইউনিভার্সিটি অব আন্তয়ের্প হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স ছিল ৮০ বছর।

বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী জানান, ১৫ জানুয়ারি (মঙ্গলবার) আন্তয়ের্প মসজিদে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হয়।

তাঁর আত্মার শান্তি কামনা করেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, বাংলাদেশ কম্যুনিটির সদস্য এবং বেলজিয়ামে মরহুমের শুভানুধ্যায়ীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত