নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:০৩

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

১৫ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম শহরের কুমোদনী বাগান এলাকার রফিকের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘শহরের কুমোদনী বাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’