সুবর্ণচরের ঘটনায় ১৬৪ ধারায় ৭ জনের জবানবন্দি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:১০

সাহস ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১১ জনের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। তারা হলো, প্রধান আসামি সোহেল, স্বপন, বেচু, বাদশা আলম ওরপে বাসু, আবুল ও ছালাউদ্দিন। এছাড়া তদন্তে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলো, মূল ইন্ধনদাতা রুহুল আমিন (সাবেক মেম্বার), মূলহোতা হাসান আলী ভুলু, জসিম উদ্দিন ওরপে জইস্যা, মুরাদ ও হেঞ্জু মাঝি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জালির হোসেন জানান, ‘এজাহারভুক্ত আসামি ছালাউদ্দিন এবং আবুল ৭ জানুয়ারি ২ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের কাছে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোহেল ও জসিমউদ্দিন ৯ জানুয়ারি একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১০ জানুয়ারি স্বপন (৩৫) ও বেচু (২৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হেঞ্জু মাঝি (২৯) ১২ জানুয়ারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

তিনি আরও জানান, ‘এজহারভুক্ত পলাতক আসামিরা হলেন হানিফ, আসামি চৌধুরী, মোশারফ। পলাতক তিন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত