যারা হাত–পা গুটিয়ে বসে থাকে তারা জিতবে কীভাবে: তথ্যমন্ত্রী

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:০৬

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয় সম্পর্কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের ১০ দিন আগে যারা হাত–পা গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকে, তারা কীভাবে নির্বাচনে জয়লাভ করবে? যারা জীবন্ত মানুষের গায়ে পেট্রল ঢেলে হত্যা করেছে, পবিত্র কোরআনে আগুন দিয়েছে, তাদের মানুষ ভোট দিতে পারে?

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ‘হায়ারে’ খেলতে যাওয়া ড. কামাল হোসেন বলেছেন, নতুন নির্বাচনের জন্য সংলাপ করবেন। আসলে নির্বাচনে হেরে যাওয়ার ব্যর্থতা ঢাকতে ও জনগণের চোখ অন্যদিকে ফেরানোর জন্য সংলাপের কথা বলছেন তারা।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অকশনে (নিলামে) মনোনয়ন বিক্রি করেছে। অকশনে যারা মনোনয়ন বিক্রি করে, তারা কীভাবে নির্বাচনে জয়লাভ করবে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখিনি ৩০০ আসনে ৮০০ মনোনয়ন, যা বিএনপি এবার করেছে।’

হাছান মাহমুদ বলেন, ‘রিজভী সাহেব বলেছেন সরকারের ব্যর্থতার কথা, আমি তো বলছি বিএনপির ব্যর্থতা ঢাকতে ড. কামাল, রিজভী সাহেবসহ অনেকে নানা কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘আমি বিএনপিকে অনুরোধ জানাব, এই ধরনের কথাবার্তা না বলে নিজেরা আপনাদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। আর নেতৃত্ব পরিবর্তন করুন, তাহলে হয়তো আবার জনগণের কাছে যেতে পারবেন।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুর ইসলাম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত