গাইবান্ধায় ফাঁকা মাঠে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:০৩

সাহস ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফাঁকা মাঠ থেকে মাইরন বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ জানুয়ারি (শনিবার) বেলা ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ণ গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মাইরন বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শাহবাজ গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, স্বামী আবদুস ছাত্তার মিয়া মারা যাওয়ার পর গাজীপুরের টঙ্গি এলাকার আবদুল্যাপুরে রাস্তার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন মাইরন বেগম।

একই কাজে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের লাবলু মিয়ার সঙ্গে পরিচয়ের মাধ্যমে মাইরন বেগমের দ্বিতীয় বিয়ে হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান বলেন, ‘চকনারায়ণ গ্রামের খাসা মিয়ার বাড়ির উত্তর পাশে ফাঁকা জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।’

পরে বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মাইরন বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ কেউ এই ফাঁকা মাঠে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক বলেন, ‘মাইরন বেগমের মরদেহ উদ্ধার করার পর সুরুতহাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত